বুধবার, ১৪ জানুয়ারী ২০১৫
রাজধানীতে চার গাড়িতে আগুন
Home Page » জাতীয় » রাজধানীতে চার গাড়িতে আগুন
বঙ্গ-নিউজঃ ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে বুধবার দুপুরে রাজধানীর পৃথক স্থানে চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস এসব আগুনের ঘটনা নিশ্চিত করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান কমপ্লেক্সের সামনে দুপুর ১টার দিকে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ধানমন্ডিতে দুইটি প্রাইভেটকার এবং ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে একুশে পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৪ ৩৮৫ বার পঠিত