সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫
আটক বিএনপি নেতা নাদিম
Home Page » প্রথমপাতা » আটক বিএনপি নেতা নাদিম
বঙ্গ-নিউজঃবিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক নাদিম মোস্তফাকে গোয়েন্দা পুলিশ ‘আটক’ করেছে বলে তার পরিবার দাবি করেছে। নাদিম রাজশাহী জেলা বিএনপির সভাপতিও।সোমবার ভোর সাড়ে ৪টার দিকে র্যাব ও গোয়েন্দা (ডিবি) পুলিশ নাদিমের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরিবারের সদস্যরা বলছেন, ভোর রাত সাড়ে ৪টার দিকে গুলশান দুই নম্বরের বাসা ঘেরাও করে গোয়েন্দা পুলিশের সদস্যরা নাদিমকে নিয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে নাদিমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১১:৩৬:৪৯ ৪৪৩ বার পঠিত