সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫
জনতা ব্যাংকের স্টাফ বাসে আগুন
Home Page » জাতীয় » জনতা ব্যাংকের স্টাফ বাসে আগুন
বঙ্গ-নিউজ ডটকমঃ মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে জনতা ব্যাংকের একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে এ আগুন দেওয়া হয়। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত বিষয়টি নিশ্চিত করে বঙ্গনিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:৪২:২৯ ৪১০ বার পঠিত