সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫
মতিঝিলে বাসে আগুন
Home Page » জাতীয় » মতিঝিলে বাসে আগুন
বঙ্গ-নিউজ ডটকমঃরাজধানীর মতিঝিল এলাকায় আজ সোমবার দুপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দুপুর দেড়টার দিকে মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ও পরিদর্শক নিলুফা ইয়াসমিন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা দুপুরে মধুমিতা সিনেমা হলের সামনে দাঁড়ানো অবস্থায় একটি স্টাফবাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:৩১ ৪২৩ বার পঠিত