শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫
রাজধানীতে বাসে পেট্রোল বোমা, দগ্ধ ২৯
Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীতে বাসে পেট্রোল বোমা, দগ্ধ ২৯
বিশেষ প্রতিনিধিঃরাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহণের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২৯ যাত্রী দগ্ধ হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর।শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
Fireঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আমাদের প্রতিবেদক আহতদের মধ্যে যাদের নাম জানতে পেরেছেন, তারা হলেন : সালমান, নাজমুল, শরীফ খান, সালাহউদ্দিন, ওসমান, মোশাররফ হোসেন, রাশেদ, বাবুল, সোমেন, ইয়াসির আরাফাত, রাজীব, হারিস, সেতু, নূর আলম, শাহিদা বেগম, জমির আলী, আলামিন, শহিদুল ইসলাম, মোজাফফর মোল্যা, শাহজাহান সরদার।
রাজধানীর গুলিস্তান থেকে রূপগঞ্জগামী গ্লোরি পরিবহণের একটি বাস যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকা অতিক্রম করার সময় বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শঙ্কর জানান, অবরোধ-সমর্থক কেউ নাশকতার উদ্দেশ্যে বাসে পেট্রোল বোমা ছুড়ে থাকতে পারে।
তিনি আরো জানান, বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ যাত্রী ছিল। পেট্রোল বোমায় অধিকাংশ যাত্রী দগ্ধ হয়েছেন। অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হওয়া মোট ২৯ জন বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে তিনজন নারী। নয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বাকিদের অনেকেই গুরুতর আহত।
বাংলাদেশ সময়: ১০:২১:৪৫ ৪২৬ বার পঠিত