শনিবার, ২৪ জানুয়ারী ২০১৫
দুর্গাপুর অনুষ্ঠিত হল ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুর অনুষ্ঠিত হল ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন
তমাল সাহা,বিশেষ প্রতিনিধিঃ
জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি সোমেশ্বরী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর হল রুমে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ।
৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভপতি পদে মোঃ শাহীন বেগ ও সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয় সহ সভাপতি ফারুক আহম্মেদ ,ব্যবস্থাপনা কমিটির সদস্য চম্পা রানী দে, মোঃ জহীরুল ইসলাম,মোঃ খোরশেদ আলম। এই নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ।
বাংলাদেশ সময়: ১০:৪৩:৪৫ ৪৬৩ বার পঠিত