রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫
আজ থেকে ৩৬ ঘণ্টা হরতালের ডাক ২০ দলের
Home Page » জাতীয় » আজ থেকে ৩৬ ঘণ্টা হরতালের ডাক ২০ দলের
বঙ্গ-নিউজ:অবরোধের পাশাপাশি আজ রোববার সকাল থেকে সারা দেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের ১০ হাজার নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা হরতাল পালিত হবে।
এর আগে অবরোধ চলাকালে ঢাকা ও খুলনা বিভাগে টানা ৪৮ ঘণ্টা হরতাল পালিত হয়। এছাড়া স্থানীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায়ও হরতাল পালিত হয়েছে।
২০ দলীয় জোট সূত্র জানায়, অবরোধ কর্মসূচি বহাল রেখে হরতালের মতো কর্মসূচিও দেয়া হবে
বাংলাদেশ সময়: ৯:৫৩:৩৬ ৩৫৮ বার পঠিত