রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫

কোকোর মৃত্যুতে বিএনপির ৩ দিনের শোক

Home Page » আজকের সকল পত্রিকা » কোকোর মৃত্যুতে বিএনপির ৩ দিনের শোক
রবিবার, ২৫ জানুয়ারী ২০১৫



bnp_soksm_262134106.jpgবিশেষ প্রতিনিধিঃবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপি তিনদিনের শোক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।রোববার বিএনপির সহদফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আগামী সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী শোকদিবস পালন করবে।

শোকদিবস উপলক্ষে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এ ছাড়া আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা এবং বুধবার (২৮ জানুয়ারি) সারাদেশে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৯   ৩৬৬ বার পঠিত