সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫
বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন
Home Page » জাতীয় » বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন
বঙ্গ-নিউজ ডটকমঃ আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে নাশকতারোধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।
গাজীপুরের সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে গাজীপুর বারের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, মুক্তিযোদ্ধা হাতেম আলী, অ্যাডভোকেট আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৪:১৮ ৪৪১ বার পঠিত