বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
শেরপুরে ট্রাকচাপায় নিহত ১
Home Page » সংবাদ শিরোনাম » শেরপুরে ট্রাকচাপায় নিহত ১
বঙ্গ-নিউজ ডটকমঃ বগুড়ার শেরপুর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় খোকন কুন্ডু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খোকনের বাড়ি পৌর শহরের স্যানালপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টায় বাসস্ট্যান্ড এলাকায় মানসিক ভারসাম্যহীন খোকন মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বিষয়টি বঙ্গনিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩:৪৫:২৭ ৪২২ বার পঠিত