শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
আজ বিশ্ব ভালোবাসা দিবস
Home Page » এক্সক্লুসিভ » আজ বিশ্ব ভালোবাসা দিবস
বঙ্গ-নিউজ ডটকমঃ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে সামনে রেখে বিশ্বব্যাপী প্রস্তুতির কোনো কমতি নেই। বরং নতুনরূপে কিভাবে চিরাচরিত এ দিনটিকে উদযাপন করা যায় তা নিয়েই ব্যস্ত সবাই।
ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসটি আন্তর্জাতিকভাবে খ্যাতি পেলেও, প্রতিটি দেশ নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ভালোবাসা প্রকাশ করে।
ভারতীয় উপমহাদেশে ঋতুরাজ বসন্তই হলো ভালোবাসার মাস আর পহেলা ফাল্গুন হলো ভালোবাসা দিবস। পহেলা ফাল্গুন এর পরের দিন হলো ভালোবাসা দিবস। সকল বয়সের মানুষ এই দিনে তার প্রিয় মানুষটিকে বলে- বাংলায় আমি তোমাকে ভালোবাসি, English এ I Love u, হিন্দিতে mah tumko payaer karti hu.বিভিন্নও দেশে বিভিনও ভাবে ভালোবাসা প্রকাশ করে থাকে।
বাংলাদেশ সময়: ১০:২৮:২২ ৫১৭ বার পঠিত