শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
Home Page » সংবাদ শিরোনাম » স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
বঙ্গ-নিউজ ডটকমঃ গাজীপুরে স্বামীকে পাঁচ তলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী শিরিন আক্তারকে (২৮) আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত হাজী মাসুদ রানা (৩০) গাজীপুর শহরের ২৩৫ উত্তর ছায়াবিথি এলাকার ৫তলা একটি ভবনের দোতলায় বসবাস করতেন। তার বাড়ি গাজীপুর উপজেলার ভাওরাইদ গ্রামে।
পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বাসার ছাদের অনেকটা অংশ জুড়ে রক্তের দাগ এবং একাধিক লোকের পায়ের ছাপ রয়েছে। ধাস্তাধস্তির আলামতও পাওয়া গেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শিরিন আক্তারকে (২৮) আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩২:৫২ ৩৭২ বার পঠিত