মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী আর নেই
Home Page » জাতীয় » সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তী আর নেই
বঙ্গ-নিউজ ডটকমঃ খুলনার স্থানীয় দৈনিক জন্মভূমি’র জ্যেষ্ঠ প্রতিবেদক বিপ্লব চক্রবর্ত্তী (৬০) আর নেই।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে খুলনা মহানগরের একটি বেসরকারি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃতদেহ নগরীর টুটপাড়ার বাসভবনে রাখা হয়েছে। তার ছেলে ও জামাতা আসার পর মঙ্গলবার বিকেল ৪টায় তার লাশ রূপসা মহাশশ্মানে শেষ কৃত্যের জন্য নেওয়া হবে।
সাংবাদিক বিপ্লব চক্রবর্ত্তীর মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১১:৫৭:৩২ ৩৮৮ বার পঠিত