শনিবার, ১৪ মার্চ ২০১৫
রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল
Home Page » জাতীয় » রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল
বঙ্গ-নিউজ ডটকমঃকাল রোববার থেকে আবার ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশাপাশি গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেয়া এবং বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে কাল রোববার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা হরতাল পালিত হবে। বিজ্ঞপ্তিতে হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩:৫৮:৩০ ৩৯১ বার পঠিত