বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
সাভারের মার্কেটে আগুন
Home Page » প্রথমপাতা » সাভারের মার্কেটে আগুন
বঙ্গ-নিউজ ডটকমঃ সাভারের রহমত উল্লাহ মার্কেটে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান-পাট পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রহমত উল্লাহ টিন সেট মার্কেটের একটি লেপ-তোষক বানানোর দোকানে আগুনের সূত্রপাত। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়লে পাশের আরো ৬টি দোকান ভষ্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় মার্কেটের ৭ জন আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
তবে প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২:০৮:৪১ ৪৩১ বার পঠিত