বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
জাতিসংঘের ব্রিফিংয়ে সালাহ উদ্দিন নিখোঁজ প্রসঙ্গ
Home Page » বিশ্ব » জাতিসংঘের ব্রিফিংয়ে সালাহ উদ্দিন নিখোঁজ প্রসঙ্গ
বঙ্গনিউজ ডটকমঃ জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে এসেছে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার প্রসঙ্গ।
বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নে বুধবার এই প্রসঙ্গ আনেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক।
বাংলাদেশি ওই সাংবাদিক বিএনপির মুখপাত্র ও যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদের নিখোঁজের বিষয়ে জাতিসংঘের অবস্থান সম্পর্কে জানতে চান।
তবে উত্তরে জাতিসংঘের কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানান মুখপাত্র ফারহান হক। তবে সংকট নিরসনে ফের সব রাজনৈতিক দলের সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে জাতিসংঘেরর আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সরকারের প্রতি মতপ্রকাশ ও সভা-সমাবেশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেন ফারহান হক।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৬ ৩৯৫ বার পঠিত