সোমবার, ২৩ মার্চ ২০১৫
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ
Home Page » প্রথমপাতা » চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ
বঙ্গনিউজ ডটকম: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। সোমবার সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সেখানে ২৭ মার্চ পর্যন্ত অবস্থান করবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।’
সিঙ্গাপুরে শারীরিক চেকআপের পর এরশাদ ২৭ মার্চ দেশে ফিরবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩:০৮:৫৪ ৩২২ বার পঠিত