বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
নেত্রকোণায় গাড়ির ধাক্কায় শ্রমিক নেতা নিহত
Home Page » আজকের সকল পত্রিকা » নেত্রকোণায় গাড়ির ধাক্কায় শ্রমিক নেতা নিহত
বিশেষ প্রতিনিধিঃনেত্রকোণায় মাইক্রোবাসের ধাক্কায় এক পরিবহন শ্রমিক নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বালি এলাকায় নেত্রকোণা-কেন্দুয়া সড়কে নিহত হন মালেক মিয়া(৫৫)।
নেত্রকোণা পৌর শহরের বাসিন্দা ট্রাকচালক মালেক মিয়া জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন।
নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম সাংবাদিকদের বলেন, সদর উপজেলার মদনপুর থেকে নির্বাচনের প্রচারণা সেরে মালেক মিয়া মোটর সাইকেলে শহরে আসছিলেন।
“বালি এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মালেক মিয়া রাস্তায় ছিটকে পড়ে যান।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর সময় পথেই মারা যান মালেক মিয়া।
বাংলাদেশ সময়: ৯:৫৫:৫৩ ৩৬৭ বার পঠিত