রবিবার, ৫ এপ্রিল ২০১৫
জামিন নিয়ে বাসায় ফিরে স্থায়ী কমিটির জরুরি বৈঠকঃ বেগম জিয়ার
Home Page » প্রথমপাতা » জামিন নিয়ে বাসায় ফিরে স্থায়ী কমিটির জরুরি বৈঠকঃ বেগম জিয়ার
বঙ্গনিউজ ডটকমঃ দুই মামলায় জামিন নিয়ে বাসায় ফিরে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার রাত সাড়ে আটটায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেসউইং সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়টি আজকের বৈঠকে চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পানা নিয়েও আলোচনা হবে।
সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউ এম বদরুদোজ্জা চৌধুরী রাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। ওইসময় তিনি ঢাকা উত্তরে মেয়র পদে মাহী বি. চৌধুরীর পক্ষে সমর্থন চাইবেন খালেদা জিয়ার কাছে।
বাংলাদেশ সময়: ১৩:৫২:৩৯ ৪৫৪ বার পঠিত