শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫
এক সপ্তাহ আগে সেনাবাহীনি মাঠে নামানোর দাবি এমাজউদ্দীনের
Home Page » প্রথমপাতা » এক সপ্তাহ আগে সেনাবাহীনি মাঠে নামানোর দাবি এমাজউদ্দীনের
বঙ্গ-নিউজ ডটকমঃ আদর্শ ঢাকা আন্দোলন’র আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ আসন্ন তিন সিটি নির্বাচনের এক সপ্তাহ আগে সেনাবাহীনিকে মাঠে নামানোর দাবি জানিয়েছেন।আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গুম, খুন, অপহরণ ও গ্রেফতার আতঙ্কের প্রেক্ষাপটে সিটি করপোরেশন নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, সেনাবাহিনী মাঠে থাকলে ভোটাররা সাহস নিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন। একইসঙ্গে ভোট দিয়ে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়তে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম।
বাংলাদেশ সময়: ১৩:৫০:১৬ ৩৮৫ বার পঠিত