সোমবার, ১৩ এপ্রিল ২০১৫
অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৫৬ বাংলাদেশি আটক
Home Page » জাতীয় » অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৫৬ বাংলাদেশি আটক
বঙ্গনিউজ ডটকমঃ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৫৬ বাংলাদেশি নারী, পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় অবৈধ পারাপারে সহযোগিতাকারী কোনো দালালকে আটক করতে পারেনি তারা।
সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে ভারত সীমান্তবর্তী বেনাপোল চেকপোস্টের পাশে সাদিপুর থেকে বিজিবি তাদের আটক করে।
আটকদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৬ জন নারী, ৯ জন শিশু ও ৩ জন হিজড়া রয়েছেন।
প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাদের বাড়ি যশোর, খুলনা, ফুরিদপুর, কুষ্টিয়া, নড়াইল, পিরোজপুর, ঢাকা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে বলে জানা গেছে।
বিজিবি জানায়, গভীর রাতে আটক নারী, পুরুষরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাদের আটকের পর অবৈধ পারাপার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পরবর্তীতে সেখান থেকে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
যশোর ২৬ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ৯:৩৫:০৮ ৩৯০ বার পঠিত