সোমবার, ১৩ এপ্রিল ২০১৫
সাতক্ষীরায় জামায়াতের ৫ কর্মীসহ ৩২ জনকে গ্রেফতার
Home Page » প্রথমপাতা » সাতক্ষীরায় জামায়াতের ৫ কর্মীসহ ৩২ জনকে গ্রেফতার
বঙ্গনিউজ ডটকমঃ সাতক্ষীরায় নাশকতার মামলায় জামায়াতের ৫ কর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) রাত থেকে সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বঙ্গনিউজ ডটকম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এদিকে, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে সাতক্ষীরায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১৬:২৭ ৩৮৯ বার পঠিত