শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫
হাবিপ্রবি তে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত
Home Page » প্রথমপাতা » হাবিপ্রবি তে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত
বঙ্গনিউজ ডটকমঃ দিনাজপুরে হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ১০টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের গোলাগুলিতে আরো অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।নিহতরা শিক্ষার্থীরা হলেন- মিল্টন (২৬) ও জাকারিয়া (২৯)। তারাও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।তবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষ এখনো চলছে।দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়েশে পুলিশ।
বাংলাদেশ সময়: ১:০৫:৪৩ ৩৮৫ বার পঠিত