বুধবার, ২২ এপ্রিল ২০১৫
লেংগুরা উচ্চ বিদ্যালয় লাইব্রেরিতে বই ও বুকসেলফ প্রদান
Home Page » আজকের সকল পত্রিকা » লেংগুরা উচ্চ বিদ্যালয় লাইব্রেরিতে বই ও বুকসেলফ প্রদান
ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা উচ্চ বিদ্যালয় লাইব্রেরিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এডিপির পক্ষ হতে ৮৬১ টি মূল্যবান বই ও দুইটি বড় বুকসেলফ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেংগুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম ওয়াজেদ তালুকদার, এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাক, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, সহ সভাপতি মোঃ জাফর উল্লাহ, সিনিয়র শিক্ষক ধিরাজ চাম্বুগং, এডিপি শিক্ষা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দীপক হাপাং, শিক্ষা কর্মকর্তা এডলফ মানখিন। উল্লেখ্য জাপানি সহায়তায় লেংগুরা বিদ্যালয়ের স্পন্সরড ছাত্রী বৈশাখী হাজং এর আবেদনের প্রেক্ষিতে জনৈক জাপানি লেংগুরা লাইব্রেরীতে উল্লেখিত বই ও সামগ্রী প্রদান করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ লাইব্রেরি কক্ষটির নামকরণ করেছেন বৈশাখী হাজং মিলনায়তন।
বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৪ ৬৩৩ বার পঠিত