সোমবার, ৪ মে ২০১৫
পিন্টুর নামাজে জানাজা সম্পন্ন
Home Page » প্রথমপাতা » পিন্টুর নামাজে জানাজা সম্পন্ন
বঙ্গনিউজ ডটকমঃ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর নামাজে জানাজা শেষ হয়েছে।
সোমবার বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা হয়। জানাজা নামাজে ইমামতি করেন ওলামা দলের সভাপতি আব্দুল মালেক।
পরে পিন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজত করা হয়।
জানাজায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০-দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
জানাজার নামাজের আগে পিন্টুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নিজ হাতে দলের পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেন এবং মোনাজাত করেন।
বাংলাদেশ সময়: ১২:৫৬:৩৮ ৪৪৫ বার পঠিত