শুক্রবার, ১৫ মে ২০১৫
স্বস্তির বাদলধারা,বিপাকে কৃষক
Home Page » জাতীয় » স্বস্তির বাদলধারা,বিপাকে কৃষক
বঙ্গনিউজ ডটকমঃ গত দু’তিনদিন তাপমাত্রা বয়ে যাচ্ছিলো ৪০-৪১ ডিগ্রি। অনুভূত হচ্ছিলো আরও বেশি। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো জনজীবন। ভ্যাপসা গুমোট আবহাওয়ায় রাজধানীসহ দেশের মানুষ যেন অপেক্ষায় ছিলো স্বস্তির বাদলধারার। সে অপেক্ষার অবসান হলো শুক্রবার (১৫ মে) বিকেলে। মুষল ধারায় বৃষ্টিতে এসেছে কিছুটা স্বস্তি। তবে বোরো মৌসুমের ধান নিয়ে বিপাকে কৃষক।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে দায়িত্বরত কর্মকর্তা জানান, সাধারণত বৈশাখের শেষের দিকে এভাবে বৃষ্টি হয়। এই বৃষ্টি খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। শনিবার বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে ঢাকার তাপমাত্রা কিছুটা কমবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বহু কাঙ্ক্ষিত এ বৃষ্টি জনজীবনে নিয়ে এসেছে অনেকটাই স্বস্তি। তবে তিক্ততাও কম নয়। ছুটির দিন হওয়া অনেকেই স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আবার কেউ কেউ বেরিয়েছেন কেনাকাটা করতে। তাদের জন্য শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে শুরু হওয়া এ বৃষ্টি ছুটির দিনে আনন্দ অনেকটা ম্লান করে দিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে এরইমধ্যে জমেছে পানি। যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।
সবচেয়ে সমস্যায় পড়েছে কৃষক। বোরো ধান ঘরে তোলার মৌসুমে এ বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের। নতুন চারা রোপণেও পড়তে হতে পারে বিপদে।
মধুমাস জৈষ্ঠ্যের প্রথম দিনেই বৃষ্টি। এমাস পেরুলেই আসবে আষাঢ়। চলবে রাতদিন টানা বৃষ্টি। আর এধরনের বৃষ্টি আষাঢ় আসার আগেই বৃষ্টির আভাস বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৪ ৪৬১ বার পঠিত