
মঙ্গলবার, ২৬ মে ২০১৫
জাতীয় দলের ফুটবলার নাদির সন্ত্রাসীদের হাতে খুন
Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় দলের ফুটবলার নাদির সন্ত্রাসীদের হাতে খুন25559_1.jpgবঙ্গনিউজ ডটকমঃ জাতীয় দলের সাবেক ফুটবলার নাদির বিন কামরুলকে (২৮) চাঁদার টাকা নাদিয়ে প্রতিবাদ কারায় কুপিয়ে হত্যা করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ভাই। আর কুপিয়ে জখম করাছে তার বাবাকে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,নদিরের কাছে দাবিকৃত চাঁদার টাকা নাদিয়ে প্রতিবাদ কারায় কুপিয়ে হত্যা করেছে এ মর্মে থানায় একটি মামলা হয়েছে। এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরার চেষ্টা চালছে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পলাশ উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মুহুরির ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীনের ভাই।
নাদিরের বাবা কামরুল সাংবাদিকদের জানান, তার একটি ধানের চাতাল রয়েছে। কয়েকদিন ধরে ছাত্রলীগ নেতা শাহীন এসে তার কাছে চাঁদা দাবি করছিলেন। তিনি চাঁদা দিতে পারবেন না বলে জানিয়ে দেন।
আজ সন্ধ্যায় শাহীন এসে তার কাছে আবার চাঁদা দাবি করেন। তিনি দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছেলের বয়সী শাহীন তাঁর কলার ধরে মারধর করেন। খবর পেয়ে তাঁর ছেলে নাদির এসে শাহীনকে একটি চড় দেয়।
এরপর শাহীনের দুই ভাই সাইফুল ও তুহিন এসে নাদিরের ডান উড়ুতে কোপ দেয়। তাকেও জখম করে। এতে নাদিরের প্রচুর রক্তক্ষরণ হয়। ঢাকার হাসপাতালে নেওয়ার পথে নাদিরের মৃত্যু হয়।
উল্লেখ্য, নাদির ঢাকার আরামবাগ ক্রীড়া চক্রের ফুটবল দলে খেলতেন।
বাংলাদেশ সময়: ০:৫২:৩০ ৩৮৩ বার পঠিত