মঙ্গলবার, ৯ জুন ২০১৫
তিন সুন্দরীর সাথে যা করলেন শাহরুখ
Home Page » এক্সক্লুসিভ » তিন সুন্দরীর সাথে যা করলেন শাহরুখ
বঙ্গনিউজ ডটকমঃ বলিউড বাদশা শাহরুখ খান তিন সুন্দরীর একসাথে এই প্রথম করলেন অন্যরকম একটি কাজ । কারিশমা কাপুর, কারিনা কাপুর খান ও আলিয়া ভাটের সাথে বলিউড টাউনে কাজটি করেন শাহরুখ। তবে ভাবছেন খুবই খারাপ কোন কাজ, আসলে তা ঠিক নয়, বলি বাদশা প্রকৃতপক্ষে তিন সুন্দরীকে নিয়ে একসাথে ডিনার করেছেন ।
এর আগে পর্দায় কারিশমা ও কারিনার সাথে শাহরুখকে দেখা গেলেও আলিয়া ভাটের সাথে এখনও কোনো সিনেমায় দেখা যায়নি।
তবে এই ডিনার পার্টি হয়তো ইঙ্গিত দিচ্ছে শাহরুখের পরবর্তী কোনো ছবিতে দেখা যেতে পারে বলিউডের এই নবাগত তারকাকে। ডিনারের সময় ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন শাহরুখে নিজেই।
বাংলাদেশ সময়: ২২:৪৩:২০ ৩৮০ বার পঠিত