সোমবার, ১৫ জুন ২০১৫
৩০ কেজি ওজন বাড়ালেন আমির খান
Home Page » এক্সক্লুসিভ » ৩০ কেজি ওজন বাড়ালেন আমির খান
বঙ্গনিউজ ডটকমঃ চরিত্রের প্রয়োজনে শরীরের ওজন কমানো বা বাড়ানোর প্রবণতা অনেক আগেই শুরু হয়েছে অভিনেতা-অভিনেত্রীদের মাঝে। এবার সেই কাজটি করলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খান। একটি চরিত্রের প্রয়োজনে ৩০ কেজি ওজন বাড়িয়েছেন সম্প্রতি ‘পিকে’ নিয়ে দুনিয়া কাঁপানো এই অভিনেতা। যার ফলে সামনের দিকে ঝুঁকে জুতোর ফিতে বাধতেও অসুবিধা হচ্ছে তার।
নিজের পরবর্তী সিনেমা ‘দাঙ্গাল’ এ একজন সাবেক কুস্তিগির হিসেবে দেখা যাবে আমির খানকে। এই সিনেমায় তিনি দুই কন্যারও পিতা। কুস্তিগিরের চরিত্রে খাপ খাওয়ানোর জন্য আমির নিজেকে ভাল করেই প্রস্তুত করছেন। এর আগে চুল ছোট করা ও দাড়ি রাখার খবর এসেছে মিডিয়ায়।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫০ ৪৪৭ বার পঠিত