বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫
চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকার খেঁজুরসহ আটক ৪
Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকার খেঁজুরসহ আটক ৪
বঙ্গনিউজ ডটকমঃ চট্টগ্রাম নগরীর কোতয়ালী রিয়াজউদ্দিন বাজারের বাটালি রোড থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার কার্টন কিসমিস ও খেঁজুরসহ চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার বিকেল আড়াইটা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান আরো জানান, রিয়াজউদ্দিন বাজারের বাটালি রোডের রনক জাহানের মালিকানাধীন একটি কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার কার্টন কিসমিস ও খেঁজুরসহ চারজনকে আটক করা হয়েছে। আটক কোল্ড স্টোরেজের ইনচার্জ এসকে দত্তকে (৫০) পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য তিন কর্মচারী দোলন বড়ুয়া (৩২), মাহবুবুর রহমান (৪০) ও নাজিম উদ্দিনকে (৫০) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আটককৃতরা খেজুরগুলোর মালিকের নাম আজিজ বলে জানান তিনি।
এ ব্যাপারে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, পবিত্র রমজানকে সামনে রেখে খাবারে ভেজাল রোধের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৩৭:৪২ ৪৫৮ বার পঠিত