সোমবার, ২২ জুন ২০১৫
খুলিবিহীন জীবিত একটি ছেলে সন্তানের জন্ম
Home Page » এক্সক্লুসিভ » খুলিবিহীন জীবিত একটি ছেলে সন্তানের জন্ম
বঙ্গনিউজ ডটকমঃ নাটোরের সিংড়ায় খুলিবিহীন জীবিত একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন নাটোরের এক নারী। রোববার দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লার মুদি দোকানদার আব্দুল মতিনের স্ত্রী শিউলি বেগম এই সন্তান জন্ম দেন।বাসস্ট্যান্ড এলাকার দেশ মেডিকেল সেন্টারের শল্য চিকিৎসক আখের আলী মন্ডল সিজার অপারেশনের মাধ্যেমে বাচ্চাটির জন্মদানের প্রক্রিয়া শেষ করেন।
জন্মগত ত্রুটির কারণে বাচ্চার আকৃতি এমন হতে পারে। তবে এ ধরনের বাচ্চা বেশিদিন বাঁচে না । তবে বর্তমানে বাচ্চাটি সুস্থ আছে বলে ডাক্তার জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩:৫১:২৮ ৪২৪ বার পঠিত