সোমবার, ২২ জুন ২০১৫
ট্র্রেনে কাটা পড়ে ফেরিওয়ালা নিহত
Home Page » আজকের সকল পত্রিকা » ট্র্রেনে কাটা পড়ে ফেরিওয়ালা নিহত
বঙ্গনিউজ ডটকমঃ নারায়ণগঞ্জ শহরে ফলপট্টি এলাকায় ট্রেনে কাটা পড়ে সাদেক আলী (৪৫) নামে ফল বিক্রেতা ফেরিওয়ালা নিহত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ফতুল্লা থানার বক্তবলী এলাকার মৃত মইজউদ্দিনের ছেলে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস মিয়া জানান, সোমবার সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনে আসার সময়ে পারাপার হতে দিয়ে ট্রেনের নিচে পড়ে যায় সাদেক আলী। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০৫:৫২ ৪৭৪ বার পঠিত