শনিবার, ২৭ জুন ২০১৫
ঢাবির ৪২৫ কোটি টাকার বাজেট পাশ
Home Page » অর্থ ও বানিজ্য » ঢাবির ৪২৫ কোটি টাকার বাজেট পাশ
বঙ্গনিউজ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থ বছরে ৪শ’ ২৫ কোটি ৫০ লাখ টাকার বাজেট পাশ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে আজ এ বাজেট পাশ হয়।
ঢাবির কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দীন সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ অর্থ বছরের ৪২৫ কোটি ৫০ লাখ টাকার প্রস্তাবিত রাজস্ব ব্যয় সম্বলিত বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্য ৩৭১ কোটি ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৩৯ কোটি টাকা অর্থাৎ মোট ৪১০ কোটি ১৫ লাখ টাকার আয় ধরা হয়েছে। ফলে আগামী অর্থ-বছরে বাজেটে ঘাটতি হবে আনুমানিক ১৫ কোটি ৩৫ লাখ টাকার।
বাংলাদেশ সময়: ২০:২৫:১১ ৪৭৭ বার পঠিত