শুক্রবার, ১০ জুলাই ২০১৫
নয়মাস পর চীনের সাংবাদিক মুক্ত
Home Page » বিশ্ব » নয়মাস পর চীনের সাংবাদিক মুক্ত
বঙ্গনিউজ ডটকমঃনয়মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন চীনের এক সাংবাদিক। হংকংয়ের গণতান্ত্রিক বিক্ষোভের উপর জার্মান ম্যাগাজিনকে একটি প্রতিবেদন প্রকাশে সহায়তা করেছিলেন ঐ নারী সাংবাদিক।
মুক্তি পাওয়া ঝাং মিয়াও শুক্রবার এএফপিকে জানান, তিনি নিরাপদে রয়েছেন। মুক্তি পাবার পর তিনি একটি সরকারি পরিবহনে করে বাড়ি ফিরে যাচ্ছেন।
অক্টোবর মাসে হংকংয়ের সমর্থনে চীনের মূল ভূখন্ডে আন্দোলনরতদের উপর দমন-পীড়ন চালানোর সময় ঝাং মিয়াওকে আটক করা হয়। ঐ আন্দোলনে হংকংয়ের একটি অংশ বন্ধ হয়ে যায়। ঝাং হামবুর্গভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ডি জেইট এ কাজ করতেন ঝাং।
তবে ঝাংয়ের ভাই ও এক পারিবারিক বন্ধু জানান, শুক্রবার ভোরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঝাংয়ের আইনজীবী ঝউ শিফেংকে আটক করেছে
বাংলাদেশ সময়: ১৩:৫৬:৪৮ ২৯৫ বার পঠিত