মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
মধ্যম আয়ের দেশ গড়তে কাজ করুন
Home Page » জাতীয় » মধ্যম আয়ের দেশ গড়তে কাজ করুন
বঙ্গ-নিউজ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ইতিমধ্যে আমরা নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। ২০২১ সালের মধ্যে আমরা যেন মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা আশা করি খুব শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব। এ জন্য আপনাদের যথাযথ ভূমিকা রাখতে হবে।”প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে মঙ্গলবার সকালে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৫’ অনুষ্ঠানে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে তা সঠিকভাবে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। এ জন্য আপনাদের প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর মাধ্যমেই আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারব।”
বাংলাদেশ সময়: ১২:৩৫:২৮ ৩৮১ বার পঠিত