মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
গাদ্দাফির ছেলেকে মৃত্যুদণ্ড
Home Page » বিশ্ব » গাদ্দাফির ছেলেকে মৃত্যুদণ্ড
বঙ্গনিউজ ডটকমঃলিবিয়ার একটি আদালত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে প্রখ্যাত ছেলে সাইফ-উল-ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার অনুপস্থিতিতেই তাকে এই দণ্ড দেয়া হলো।
২০১১ সালে যে বিক্ষোভে পিতার শাসনকালের অবসান হয়েছিল তা দমনে শক্তি প্রয়োগের জন্য তাকে এই দণ্ড দেয়া হয়।

গাদ্দাফির পতনের পর সাইফ-উল-ইসলাম পালাতে গিয়ে জিনতান অঞ্চলে ধরা পড়েন। তিনি এখন ওই এলাকার বিদ্রোহী গ্রুপের হাতে আটক রয়েছেন। এই গ্রুপটি ত্রিপলি সরকারের বিরোধী।x
বাংলাদেশ সময়: ২২:০১:১৫ ৩১৪ বার পঠিত