বুধবার, ২৯ জুলাই ২০১৫
সাকার ফাঁসির রায় বহাল রাখায় বগুড়ায় আনন্দ মিছিল
Home Page » প্রথমপাতা » সাকার ফাঁসির রায় বহাল রাখায় বগুড়ায় আনন্দ মিছিল
বঙ্গনিউজ ডটকমঃমানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপিনেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় বগুড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় শহরে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন শাহরিয়ার আরিফ ওপেল, তপন চক্রবর্তী, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, মঞ্জুরম্নল হক মঞ্জু, সাজেদুর রহমান সাহীন, ডালিয়া নাসরিন রিক্তা, আল রাজি জুয়েল, জুলফিকার রহমান শান্ত, শহিদুল ইসলাম বাপ্পি, আসলাম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সাকার ফাঁসির রায়ের মধ্য দিয়ে বাংলার মাটি পাপ ও কলঙ্কমুক্ত হলো। সাকা চৌধুরী একজন কুরুচিপূর্ণ ও জঘন্যতম ব্যক্তি। অপরাধের শাস্তি পেয়েছেন তিনি। এ রায়ে আবারো প্রমাণ হলো, অপরাধ করে কেউ রেহায় পাবে না।’গণহত্যার দায়ে সাকা চৌধুরীকে দেওয়া ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করতে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭:২৮:৪৪ ৩২৯ বার পঠিত