শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
Home Page » প্রথমপাতা » ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
বঙ্গ নিউজ ডটকমঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম জাকারিয়া এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামচন্দনপুর গ্রামের মো. মাসুম সরদার (৩০) ও একই গ্রামের সাইদুল শেখ (৩৩)।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মো. মাসুম সরদার ও সাইদুল শেখ মাদকের ব্যবসা করে আসছিলেন। বিকেলে নিলফা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে পুলিশ।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দু’জনকে ছয় মাস করে কারাদণ্ড দেন। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৫২:৪১ ২৮৬ বার পঠিত