মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৫
ফুজিৎসু ল্যাপটপের দাম কমেছে
Home Page » এক্সক্লুসিভ » ফুজিৎসু ল্যাপটপের দাম কমেছেবঙ্গনিউজ ডটকমঃজাপানের ফুজিৎসু ব্র্যান্ডের এএইচ সিরিজের কয়েকটি মডেলের ল্যাপটপের দাম কমেছে। বাংলাদেশে ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ বিপণন করছে পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ঈদের পর থেকে ফুজিত্সু ব্র্যান্ডের ‘লাইফবুক’ হিসেবে পরিচিত ল্যাপটপের দাম আড়াই হাজার টাকা পর্যন্ত কমেছে।
১৫.৬ ইঞ্চি পর্দার এএইচ-৫৪৪ মডেলের লাইফবুকে আছে চতুর্থ প্রজন্মের ২.৪ গিগাহার্টজ গতির কোর আই-৩ প্রসেসর, ৭৫০ জিবি হার্ডডিস্ক,৪ জিবি ডিডিআর থ্রি র্যাম। লাইফবুকটির বর্তমান মূল্য ৪৫ হাজার টাকা যা আগে ছিল ৪৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও একই সিরিজের কোর আই ৫ প্রসেসর নির্ভর লাইফবুকের প্রসেসিং গতি ৩.২ গিগাহার্টজ। এর তথ্য ধারণ ক্ষমতা ৫০০ জিবি। এটি এখন পাওয়া যাচ্ছে ৫৬ হাজার ৫০০ টাকায়।
এএইচ সিরিজের কোর আই-৫ মডেলের মধ্যে ৭৫০ জিবি হার্ডডিস্ক ও ৮ জিবি র্যাম সুবিধার আরেকটি মডেলের দাম এখন ৬২ হাজার ৫০০ টাকা। একই সিরিজে রয়েছে এনভিডিয়া গ্রাফিকস সুবিধার দুইটি মডেলের লাইফবুক। এর একটিতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক এবং অন্যটিতে ৮ জিবি কাম ও ৭৫০ জিবি হার্ডডিস্ক। লাইফবুক দুটি এখন ৬২ হাজার ও ৬৮ হাজার ৫০০ টাকায় কেনা যাবে।
কম্পিউটার সোর্স জানিয়েছে, প্রতিটি ল্যাপটপে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। এ ছাড়াও প্রতিটি ল্যাপটপের সঙ্গে ব্যাকপ্যাক পাবেন ক্রেতা।
বাংলাদেশ সময়: ২২:১৪:৩৮ ৪৫৩ বার পঠিত
