মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫
হৃতিকের সঙ্গে রোমান্সে জ্যাকলিন
Home Page » বিনোদন » হৃতিকের সঙ্গে রোমান্সে জ্যাকলিন
বঙ্গনিউজ ডটকমঃ কাগজ অনলাইন ডেস্ক: বলিউডে ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি এ বছরে বক্স অফিসে ব্যবসায়িক দিক দিয়ে ঝড় তুলেছিল। এখন সেটি ৫০০ কোটির ক্লাবেও ঢুকতে যাচ্ছে। আর এই আবহ কাটতে না কাটতে ছবির পরিচালক কবির খানের নতুন আরেকটি ছবি ‘ফ্যান্টম’ মুক্তি পেতে যাচ্ছে। যদিও এই ছবিতে সালমান খান নেই তবে আছেন ছোট নবাব সাইফ আলী খান। তবে এর সঙ্গে আরো একটি তথ্য ফাঁস হয়েছে। কবির খানের অন্য একটি ছবির জন্যে প্রস্তুতি নিচ্ছেন বলিউডের হৃতিক রোশন এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এক সংবাদমাধ্যমে কবির খান নিজেই এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, আমি হৃতিকের সঙ্গে কথা বলে যাচ্ছি। এমন কোনো স্ক্রিপ্ট এখন পর্যন্ত পাইনি যা নিয়ে হৃতিকের সঙ্গে কাজ করতে পারি। তবে জ্যাকলিন থাকার বিষয়ে পরিচালক কিছুই জানান নি। তবে জ্যাকলিন জানিয়েছেন। কবির খানের সঙ্গে একটা কাজের কথা চলছে। এখনও কোন ছবিতে চুক্তিবদ্ধ হইনি। ২০১৪ সালেও হৃতিক ও জ্যাকলিনকে নিয়ে একটি ছবির গুঞ্জন বাতাসে ভাসছিল। যদি সব কিছু ঠিক থাকে তাহলে বলিউডে রোমান্স করতে দেখা যাবে নতুন এই জুটিকে।
বাংলাদেশ সময়: ১৩:১১:০৭ ৪৯৪ বার পঠিত