রবিবার, ১৬ আগস্ট ২০১৫
দোহারে পদ্মায় তরুণীর লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » দোহারে পদ্মায় তরুণীর লাশ উদ্ধার
বঙ্গনিউজ ডটকমঃ ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। দোহার থানার এসআই মো. মোজাম্মেল হক জানান, শনিবার রাতে বিলাসপুর গ্রামে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানা যায়নি। এসআই মোজাম্মেল বলেন, “লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তাই নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না বোঝা যাচ্ছে না। সম্ভবত কয়েকদিন আগে তাকে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে।” লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩:৫১:৪৮ ৪১২ বার পঠিত