সোমবার, ১৭ আগস্ট ২০১৫
রিজভী-পাপিয়ার জামিন বহাল
Home Page » আজকের সকল পত্রিকা » রিজভী-পাপিয়ার জামিন বহাল
বঙ্গনিউজ ডটকমঃ নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তিন মামলায় বিএনপি নেতা আসিফা আশরাফী পাপিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
চলতি বছরের ১৯ জানুয়ারি রিজভীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ দুই মামলায় ৭ জুলাই হাইকোর্ট তাকে জামিন দেন।
অপরদিকে ৩ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ পাপিয়ার বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এ তিন মামলায় পাপিয়াকে গত মাসে জামিন দেন হাইকোর্ট।
দুই জনের জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সোমবার শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে জামিন বহাল রাখেন।
বাংলাদেশ সময়: ১৩:৪০:৫৯ ৩৭৩ বার পঠিত