বুধবার, ১৯ আগস্ট ২০১৫
আবার নৌকাডুবি, মৃত ৪০
Home Page » বিশ্ব » আবার নৌকাডুবি, মৃত ৪০
বঙ্গনিউজ ডটকমঃনৌকাডুবিতে মৃত্যু হয়েছে ৪০ জনের। নিখোঁজ বহু। ঘটনাটি ঘটেছে লিবিয়া সীমান্তের ভূমধ্যসাগর-সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে নৌকাডুবি হওয়া যাত্রীদের প্রত্যেকেই ইতালির বাসিন্দা। এরা লিবিয়ায় আসছিল।
লিবিয়া উদ্ধারকারী দলের তরফে জানা গিয়েছে, শনিবার সকালে একটি যাত্রী বোঝাই নৌকা লিবিয়ায় ঢোকার মুখে উল্টে যায়। এখনও পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। বাকি মৃতদেহ গুলির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে নৌকায় সঠিক কতো জন ছিল তা এখনও জানা যায়নি।
ইউরোপীয় সরকার সূত্রে খবর, মোট ২,৫০,০০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন গত এক বছরে। তাদের মধ্যে ১৭০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। - `
বাংলাদেশ সময়: ৩:৩৮:২৬ ৩৮৪ বার পঠিত