বুধবার, ১৯ আগস্ট ২০১৫
শুটিংয়েই প্রথম সাক্ষাৎ
Home Page » বিনোদন » শুটিংয়েই প্রথম সাক্ষাৎ
বঙ্গনিউজ ডটকমঃ লাক্স তারকা মেহজাবীন চৌধুরী ও মনপুরা খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। একজন অপরজনকে চেনেন। কিন্তু কখনই তাদের সাক্ষাত্ হয়নি। শুটিংয়েই তাদের প্রথম পরিচয় হয়েছে । হ্যাঁ, এমনই ঘটেছে দু’জনের মধ্যে।
তাদের সাক্ষাত্ ঘটে নাজমুল হক বাপ্পীর পরিচালনায় মেঘে ঢাকা আকাশ নাটকে। এটি রচনা করেছেন সাদিয়া জাফরিন। রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। এটি প্রচার হবে এনটিভিতে।
নাটকটিতে ফারহানা মিলি একজন ইন্টেরিয়র ডিজাইনারের চরিত্রে এবং মেহজাবীন চৌধুরী অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
ফারহানা মিলি বলেন, মেহজাবীনের সঙ্গে শুটিং লোকেশনেই আমার প্রথম দেখা। অভিনয়ের প্রতি মেয়েটি দারুণ সিরিয়াস। আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো করবে। মেহজাবীন চৌধুরী বলেন, মিলি আপু খুব বিনয়ী মানুষ। তার সঙ্গে প্রথমবারের মতো কাজ করে বুঝেছি। শুটিংয়ে তিনি খুব আন্তরিক ছিলেন, তাই মনেই হয়নি এটি তার সঙ্গে প্রথম কাজ ছিল।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৫১ ২৯০ বার পঠিত