আজ মে ২০, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, সময়: ৮:০৭

শুক্রবার, ২১ আগস্ট ২০১৫

মোদীর আশা পূরণে ব্যর্থ বসুন্ধরা

Home Page » জাতীয় » মোদীর আশা পূরণে ব্যর্থ বসুন্ধরা
শুক্রবার, ২১ আগস্ট ২০১৫



1

বঙ্গনিউজ ডটকমঃ স্বস্তি দিয়েছিলেন শিবরাজ সিংহ চৌহান। পারলেন না বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ পুরভোটে পাশ করায় ব্যপম কাণ্ড নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দেওয়ার সুযোগ পেয়েছিল বিজেপি। নরেন্দ্র মোদী–অমিত শাহদের কৌশল ছিল রাজস্থানের পুরভোটে বসুন্ধরা ভাল ফল করলে ললিত মোদী বিতর্ক নিয়েও প্রচার চালিয়ে বিরোধীদের আক্রমণ ভোঁতা করে দেবেন। কিন্তু সে আশা সফল হল না। কারণ রাজস্থানের পুরভোটে সিংহভাগ বিজেপি দখল করলেও মুখ্যমন্ত্রী বসুন্ধরা নিজের কেন্দ্র ঝালাওয়াড় ও ঢোলপুরকে সামলাতে পারলেন না। রাজ্যের অন্যত্র বিজেপি কংগ্রেসের হাত থেকে বোর্ড কেড়ে নিলেও বসুন্ধরার কেন্দ্রেই থাবা বসাল সনিয়া-রাহুলের দল। ফলে ললিত কাণ্ড নিয়ে বিজেপিকে  আক্রমণের সুযোগ পেয়ে গেল কংগ্রেস। অস্বস্তি বাড়ল বিজেপির।

 

 

এ বার মধ্যপ্রদেশ ও রাজস্থানের পুরভোট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ব্যপম ও ললিত কাণ্ডে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই অভিযুক্ত। শিবরাজ ও বসুন্ধরার ইস্তফার দাবিতেই সংসদ অচল করেছিল কংগ্রেস। কিন্তু মধ্যপ্রদেশের পুরভোটে শিবরাজের সাফল্যের পর কংগ্রেস নেতারা তেমন মুখ খুলতে পারেননি। আজ সকাল থেকে রাজস্থানে সচিন পাইলট এবং দিল্লিতে রণদীপ সুরজেওয়ালারা সাংবাদিক বৈঠক করে বলেছেন, ললিত মোদীর সঙ্গে বসুন্ধরার বিতর্কিত লেনদেন মাফ করেনি জনতা। বসুন্ধরার কেন্দ্রে হারের অস্বস্তি কাটাতে রাজস্থানে দলের জয়কেই বড় করে দেখাচ্ছেন বিজেপি নেতারা। নরেন্দ্র মোদী টুইট করে রাজস্থানের জনতাকে  অভিনন্দন জানিয়েছেন। কিন্তু বসুন্ধরাকে নয়।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩৭   ৩৫৬ বার পঠিত  



বিশ্বের সবচেয়ে ধনাঢ্য তরুণ মার্ক জুকারবার্গ
স্বপ্নের ফেরিওয়ালা ‘তারুণ্য’


Editor: Professor Lutfor Rahman Joy
Head of Program: Dr. Bongoshia
Road 12, House 44, Sector 13 , Uttara , Dhaka 1230, Bangladesh ( Old Address, Road 14, House 19, Sector 13, Uttara Dhaka ) Phone: +8801711131685,
News Room: +8801996534724, Email: [email protected] , [email protected]

© ২০২২ bongo-news, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developed by: Dotsilicon
• সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক • ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত •  নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১ • জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক • বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়