রবিবার, ২৩ আগস্ট ২০১৫
ঢাকায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার
Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার
বঙ্গনিউজ ডটকমঃ রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ এক ট্রাকচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, শনিবার (২২ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন- ট্রাকচালক রাকিব আলী (৩২) ও তাঁর সহকারী হাসান আলী (৩১)। তাঁদের ট্রাকটিও পুলিশ জব্দ করেছে।
মুনতাসিরুল জানান, ‘রাতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।’
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মো. মাহাবুব আলম জানান, ‘গ্রেফতারকৃতরা বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাকে করে রাজধানী ও আশপাশের এলাকায় এনে বিক্রি করত।’
বাংলাদেশ সময়: ১৯:৫১:৪১ ৩৬২ বার পঠিত