বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা কমেছে, কবুল সইফের
Home Page » বিনোদন » সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা কমেছে, কবুল সইফের
বঙ্গনিউজ ডটকমঃ বলিউডের চতুর্থ খান তিনিই। তবু শাহরুখ-আমির-সলমনের সঙ্গে এক সারিতে তাঁকে বসানো হয়নি। এ নিয়ে অবশ্য কোনও খেদ নেই সইফ আলি খানের। বরং, তিন খানকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন ‘ফ্যান্টম’-এর নায়ক। কিন্তু সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক যে আর আগের মতো নেই, সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
শাহরুখের সঙ্গে তাঁর রসায়ন বা আমিরের সঙ্গে তালমিলের কথা প্রসঙ্গে সলমনের কথা ওঠে। সইফ জানিয়েছেন, এখনও সলমনকে নিজের ভাইয়ের মতো দেখেন। তবে আগে যেমন ঘন ঘন দেখা হত, ইদানীং তা হয় না। ফলে, বন্ধুত্বে আর সেই আগের উষ্ণতা নেই।
বাংলাদেশ সময়: ১২:৩৮:৫৭ ৩৭০ বার পঠিত