সোমবার, ৩১ আগস্ট ২০১৫
কুমিল্লায় ট্রাক উল্টে ৬ নির্মাণ শ্রমিক নিহত,আহত ৩
Home Page » আজকের সকল পত্রিকা » কুমিল্লায় ট্রাক উল্টে ৬ নির্মাণ শ্রমিক নিহত,আহত ৩![]()
বঙ্গনিউজ ডটকমঃ
কুমিল্লা প্রতিনিধি- নিশানঃ
-
কুমিল্লা কোটবাড়ীর নন্দনপুর এলাকায় ট্রাক উল্টে টিন চাপায় মারা যায় ৬ শ্রমিক, আহত হয় আরো ৩ জন।
হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোর রাতে ঢাকাগামী টিনভর্তি ট্রাকটি শ্রমিক নিয়ে নন্দনপুরে এসে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় টিনের চাপায় ঘটনাস্থলে মারা যায় ৬ শ্রমিক। আহত হয় আরো ৩ জন।
আহত গাইবান্ধার মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম, ফারুক ও বিউটি আক্তারকে কুমিল্লা সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে জহিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চলে যায়।
নিহত শ্রমিকদের মরদেহ হাইওয়ে পুলিশ ময়নামতি থানায় রয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১০:২৮:৪১ ৬২৩ বার পঠিত