শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
কক্সবাজারের টেকনাফের একটি খালে এক যুবকের লাশ
Home Page » আজকের সকল পত্রিকা » কক্সবাজারের টেকনাফের একটি খালে এক যুবকের লাশ
বঙ্গনিউজ ডটকমঃকক্সবাজারের টেকনাফের একটি খালে এক যুবকের লাশ পাওয়া গেছে। চেহারা বিকৃত হয়ে গেছে বলে তাকে চেনা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।শুক্রবার রাতে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ওই যুবকের লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার।
তিনি বলেন, রাজারছড়া এলাকার একটি খালে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
আনুমানিক ২৫ বছর বছর বয়সী ওই যুবকের লাশের পরনে জিন্সপ্যান্ট ছিল।
“চেহারা ও শরীর বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করাটা কষ্টকর,” বলেন পুলিশ কর্মকর্তা আতাউর।
যুবকটির মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৯:৫৬ ৩৫৪ বার পঠিত