সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
বিয়ে করছেন পাওলি দাম
Home Page » বিনোদন » বিয়ে করছেন পাওলি দাম
বঙ্গনিউজ ডটকমঃবিয়ে করছেন ছত্রাক ও হেট স্টোরি সিনেমার অভিনেত্রী, পাওলি দাম। রেস্টুরেন্ট ব্যবসায়ী প্রেমিক আসামের তরুণ অর্জুন দেবের সঙ্গে গাটছড়া বাধার পরিকল্পনা করছেন এই আবেদনময়ী নারী।
আসামের গুয়াহাটি অঞ্চলের ছেলে অর্জুন দেবের সঙ্গে যে প্রেম করছেন সেটা আগেই জানা গিয়েছিল। এখন তাকে বিয়ের কথা ভাবছেন পাওলি।
এবিপি লাইভের সঙ্গে একটি ইন্টারভিউতে পাওলি বলেন, এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি। মোটামুটি বিয়ে যে করবো সেটা ফাইনাল।
নিজের হবু বরের বর্ণনা দিয়ে বলেন, অর্জুন অবশ্যই বাঙ্গালি- সিলেটি (আসাম এর), শুটকি মাছও খায় আবার সুশিও ভালোবাসে। অর্জুনকে পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।
বাংলাদেশ সময়: ১৩:৫০:২২ ৩৩৬ বার পঠিত